শহরে বন্ধ হচ্ছে হুক্কাবার

Must read

কলকাতায় হুক্কাবার (Kolkata- Hookah Bar) বন্ধের উদ্যোগ নিল কলকাতা পুরসভা। শুক্রবার টক টু মেয়র চলাকালীন একথা জানিয়ে দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, “যে কেমিক্যাল দেওয়া হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই লাইসেন্স ক্যান্সেল করা হবে। তারপর নতুন লাইসেন্স দেওয়া হবে না।” মেয়র যোগ করেন, “পুলিশকে বিষয়টি দেখতে বলব। যাঁরা চালাচ্ছেন, তাঁদের অনুরোধ করব, আপনারা এটি বন্ধ রাখুন।” দ্রুত এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে কলকাতা পুরসভা।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম মানুষের পাশে তৃণমূল সরকার

হুক্কাবারের লাইসেন্সিং সিস্টেম না থাকার সমস্যার কথাও জানান মেয়র। বললেন, প্রচুর অভিযোগ আসছে। অন্যান্য শহরে বন্ধ আছে। আমরাও বন্ধ করে দেব। মানুষের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে।” হুক্কাবারগুলির আড়ালে মাদকের ব্যবহারের আশঙ্কার কথাও বলেন ফিরহাদ। জানান, শহরে কতগুলি হুক্কা বার রয়েছে, সেই হিসেব রাখাও সম্ভব হচ্ছে না। কারণ, এগুলির জন্য আলাদা লাইসেন্স হয় না। ফলে অনেকেই রেস্তোরাঁর নামে হুক্কাবার (Kolkata- Hookah Bar) চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই সব বন্ধ করতেই কড়া মনোভাব কলকাতার পুরসভার মেয়রের।

Latest article