আগরতলা:ত্রিপুরায় সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন রাজ্য সম্পাদক পদে এলেন জিতেন্দ্র চৌধুরী। উপজাতি সম্প্রদায়ের এই তরুণ নেতাকেই রাজ্য দলের শীর্ষ পদে বসানোর প্রস্তাব অনুমোদন করেছে সিপিএম রাজ্য কমিটি।
আরও পড়ুন-ত্রিপুরার বিজেপি সরকারের নমুনা, নিরাপত্তার আর্জি জানাচ্ছেন জেলাশাসকরাই
উল্লেখযোগ্য বিষয় হল, জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরায় মানিক সরকারের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা। একসময় তিনি রাজ্যের অতি জনপ্রিয় মন্ত্রী হিসাবে দায়িত্ব সামলালেও তাঁকে তৎকালীন সিপিএমের ক্ষমতাসীন গোষ্ঠীর মদতে রাজ্য রাজনীতি থেকে দূরে রাখতে লোকসভায় পাঠিয়ে দেওয়া হয়। দলীয় সূত্রে খবর, গৌতমবাবুর প্রয়াণের পর সিপিএমের অন্তর্বর্তীকালীন সাংগঠনিক শীর্ষপদে মানিক সরকারের পছন্দ তালিকায় জিতেন্দ্র চৌধুরী আদৌ ছিলেন না।
আরও পড়ুন-অশিক্ষার অন্ধকার, স্বপ্নের ইশকুল বাড়িতে শুরু বর্ণের পরিচয়
রাজ্য কমিটির বৈঠকে দলের আরেক নেতা মানিক দের নাম প্রস্তাব করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পলিটব্যুরো সদস্য মানিক সরকার। কিন্তু এই প্রথম দলের বৈঠকে মানিক সরকারের ইচ্ছের বিরুদ্ধে মত দিলেন রাজ্য কমিটির সদস্যরা। দলের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরীকেই বেছে নিল দল।