‘’বাংলার বাড়ি’’ প্রকল্পের ঘরে ঘরে থাকবে এবার মুখ্যমন্ত্রীর আঁকা লোগো

Must read

”বাংলার বাড়ি’’ প্রকল্পের ঘরগুলিতে এবার থাকতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে আঁকা লোগো । জানা গিয়েছে, নীল রঙের এই লোগোটির একটি জায়গায় মুখ্যমন্ত্রীর হাতেই আঁকা বিশ্ব বাংলার লোগোটি থাকবে। তার নীচে হলুদ রংয়ের মোটা হরফে লেখা ‘’বাংলার বাড়ি’’ প্রকল্পের নাম। লোগোয় রাখা হয়েছে দু’টি প্রতীকী পাকা বাড়ির ছবিও। এই প্রকল্পের অধীন থাকা সমস্ত বাড়ি তৈরি হবে, সেই সব বাড়িগুলিতে এই লোগোটি থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন-মানিকের আপত্তি উড়িয়ে ত্রিপুরা সিপিএমের মাথায় জিতেন্দ্র

এর মধ্যেই পুর ও নগরোন্নয়ন দফতর হাতে পেয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর হাতে আঁকা লোগোটি। পুর ও নগরোন্নয়ন দফতর নতুন এই লোগোটির আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই করাতে চায়। যদিও এখনই লোগোটির আনুষ্ঠানিক প্রকাশ কবে হবে সেটা এখনো স্পষ্ট করা হয়নি।

আরও পড়ুন-ত্রিপুরার বিজেপি সরকারের নমুনা, নিরাপত্তার আর্জি জানাচ্ছেন জেলাশাসকরাই

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে আসার পরেই আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্পে জোর দিয়েছিলেন তিনি। শহরাঞ্চলে পুর ও নগরোন্নয়ন দফতর সেই পরিকল্পনা মাফিক শুরু করে ‘‘বাংলার বাড়ি’’ প্রকল্প।

Latest article