প্রতিবেদন : মায়ানমারের (Myanmar- Junta) সামরিক শাসক জুন্টা সরকার সেদেশের সাতজন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই শিক্ষার্থীরা সকলেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। এই নিয়ে মায়ানমারের সামরিক শাসক বাহিনী ১৩৯ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল। তবে এই মৃত্যুদণ্ড নিয়ে কোনও মন্তব্য করেনি সামরিক সরকারের মুখপাত্র। ২০২১ সালের শুরুতেই নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে মায়ানমারের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। জুন্টা বাহিনীর এই কাজের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে সেদেশের সাধারণ মানুষ। প্রতিবাদ আন্দোলনের সামনে রয়েছে ছাত্রছাত্রীরা।
সেই আন্দোলন দমন করতেই মৃত্যুদণ্ডকে হাতিয়ার করেছে সামরিক বাহিনী। বহু জায়গায় বিক্ষোভরত মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে সেনা সরকার। জুন্টা (Myanmar- Junta) সরকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা কাউকেই মৃত্যুদণ্ড থেকে ছাড় দেয়নি। মায়ানমারের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এই সর্বোচ্চ আন্তর্জাতিক সংগঠন অভিযোগ করেছে, জুন্টা সরকার বিরোধীদের দমন করতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার করছে। তারা ভাবছে, এরফলে ভয় পাবে সাধারণ মানুষ।
আরও পড়ুন-ফের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিল্লিতে