ফের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিল্লিতে

Must read

প্রতিবেদন : দিল্লির (Construction work banned- Delhi) দূষণের মাত্রা আবারও বিপজ্জনক মাত্রার দিকে এগোচ্ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গেই আবারও রাজধানীর বাতাসের গুণমান খারাপ হতে শুরু করেছে। সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে দিল্লির কেজরিওয়াল সরকার দূষণ ঠেকাতে দিল্লিতে ফের নির্মাণ ও ভাঙার কাজ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিল। সরকারের তরফে বলা হয়েছে, দূষণ পরিস্থিতির জেরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। সে কারণেই এই সিদ্ধান্ত। সমস্যা হলেও এই সিদ্ধান্ত সকলকে মেনে নিতে হবে।
উল্লেখ্য, গত মাসে, কেন্দ্রের বায়ু গুণমান নির্ণায়ক প্যানেল কেজরি সরকারকে দিল্লিতে (Construction work banned- Delhi) জরুরি বা প্রয়োজনীয় প্রকল্পগুলি ব্যতীত সমস্ত নির্মাণ এবং ভাঙার কাজ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। পরে বাতাসের গুণমান উন্নত হওয়ায় এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়। দীপাবলির পর নভেম্বর মাসের মাঝামাঝি দিল্লি ও সংলগ্ন এলাকায় বায়ুদূষণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছিল।

আরও পড়ুন-গুজরাতে আজ শেষ দফা, ভোট দিলেন মোদি

Latest article