প্রতিবেদন : দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা ওড়িশা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি এস মুরলীধরের বিরুদ্ধে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য দিল্লি হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন দ্য কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। উল্লেখ্য, অগ্নিহোত্রী বিচারপতি এস মুরলীধরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে ট্যুইট করেছিলেন।
আরও পড়ুন-দক্ষিণ কোরিয়ার ছবি দেখায় দুই নাবালককে খুন কিমের সেনার
ভীমা কোরেগাওঁ মামলায় সমাজকর্মী ও লেখক গৌতম নভলাখাকে তাৎক্ষণিক গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি এস মুরলীধর। সে কারণেই বিবেক বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে ট্যুইট করেন।
ওই ট্যুইটের ভিত্তিতে বিবেকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরু হয়েছিল। মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল এবং তালওয়ান্ত সিংয়ের বেঞ্চে একটি হলফনামা দাখিল করে ক্ষমা চাইলেও বেঞ্চ জানায়, হলফনামা দিয়ে ক্ষমা চাওয়া যায় না৷ আগামী ১৬ মার্চ অগ্নিহোত্রীকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতেই হবে৷