দক্ষিণ কোরিয়ার ছবি দেখায় দুই নাবালককে খুন কিমের সেনার

ওয়াশিংটন ডিসি ভিত্তিক রেডিও ফ্রি এশিয়া গুলি করে তিন নাবালককে খুন করার খবর দিয়েছে। তিনজনেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে

Must read

প্রতিবেদন : বাড়ি থেকে সোজা ফায়ারিং স্কোয়াডে টেনে নিয়ে গিয়ে তিন নাবালককে গুলি করে হত্যা করল উত্তর কোরিয়ার সেনা। এই তিনজনের মধ্যে দু’জনের বিরুদ্ধে অভিযোগ শত্রু দেশ দক্ষিণ কোরিয়ার ছবি দেখা ও সেই ছবি শেয়ার করা। অপর নাবালকের বিরুদ্ধে তার সৎ মায়ের ওপর অত্যাচারের অভিযোগ ছিল।

আরও পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্কুলে বন্ধ করে দেওয়া হল মোবাইল ফোনের ব্যবহার

ওয়াশিংটন ডিসি ভিত্তিক রেডিও ফ্রি এশিয়া গুলি করে তিন নাবালককে খুন করার খবর দিয়েছে। তিনজনেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। রেডিও ফ্রি এশিয়া ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অক্টোবরের শেষ দিকে। তবে সেটা সদ্য প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন জানিয়েছেন, যারা রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় তৈরি কোনও ছবি, তথ্যচিত্র বা মিউজিক ভিডিও দেখবে তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। একই সঙ্গে দেশ কোনওভাবেই গার্হস্থ্য হিংসা বরদাস্ত করবে না। গুলি করে তিন নাবালককে খুনের ঘটনার প্রত্যক্ষদর্শীদের প্রশাসনের তরফ সতর্ক করে বলা হয়েছে, তাঁরা যেন ভুলেও শত্রু দেশে তৈরি কোনও সিনেমা বা বিনোদনমূলক অনুষ্ঠান না দেখেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই কিম এক নির্দেশিকায় দেশের নবজাতকদের কী নাম রাখতে হবে তা জানিয়েছিলেন।

Latest article