সংবাদদাতা, কাটোয়া : পথ দেখিয়েছে নন্দীগ্রাম। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তুলতে, তাদের কাছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা পৌঁছে দিতে তৃণমূল কংগ্রেসের নেতারা গ্রামে গ্রামে শুরু করছেন চাটাই বৈঠক। লক্ষ্য গরিবের গায়ে গা লাগিয়ে বসা। মেহনতি মানুষের ঘামের গন্ধের সঙ্গে পরিচিত হওয়া।
আরও পড়ুন-কাতার-জুড়ে হলুদ বসন্ত
মুখ্যমন্ত্রীর এই নিদান অক্ষরে অক্ষরে পালন করতে ফি-সন্ধ্যায় নিজের বিধানসভা এলাকা পূর্বস্থলী দক্ষিণের গ্রাম-গ্রামান্তরে ছুটছেন মন্ত্রী স্বপন দেবনাথ। শুনছেন সমস্যার কথা। মানুষের পাওয়া না-পাওয়ার কথা। গ্রামের চণ্ডীমণ্ডপে বা ইদগাহে বসেই সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান বা সরকারি আধিকারিকদের ফোনে ধরছেন। সমস্যা মেটানোর রাস্তা খুলে দিচ্ছেন। দলের তরফে এই সান্ধ্যসভার নামকরণ হয়েছে ‘চাটাই বৈঠক।’ সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর পঞ্চায়েতের ৩৯ নং বুথে দেখা গেল, সত্যি সত্যি সার সার চাটাই, চট, পিঁড়ি সাজানো। একে একে এসে বসছেন গ্রামের মানুষজন। একাসনে আমজনতার গায়ে গা লাগিয়ে কখনও বসে, কখনও দাঁড়িয়ে গল্পগাছার ফাঁকে, সরকারি প্রকল্পের সুবিধে-সুযোগ কে কতটা পাচ্ছেন, কে পাচ্ছেন না, সেসব জেনে নেওয়ার এই রুটিন চলছে ১৫ দিন ধরে। মন্ত্রী জানান, ‘‘মুখ্যমন্ত্রী বারবার বলেন, মানুষই আমাদের শক্তি।’’