গাছতলায় বসেই মানুষকে পরিষেবা দিচ্ছেন উপপ্রধান

তবে এনিয়েও বিজেপি-সিপিএম শুরু করেছে অপপ্রচার। আগেও একটি বাড়িতে কয়েকদিন এই কাজ চালালে তা নিয়েও কথা তোলে বিরোধীরা

Must read

সংবাদদাতা, হুগলি : কথায় আছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে। তারই প্রতিফলন দেখা গেল ডানকুনিতে। ঘর না থাকায় গাছতলাতেই মানুষের জন্য কাজ করতে বসে গেলেন তৃণমূল উপপুরপ্রধান প্রকাশ রাহা। আমফানের সময় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ওয়ার্ড অফিস। তার জন্য যাতে কাজ ব্যাহত না হয় তাই গাছতলায় ওয়ার্ড অফিস বানিয়ে মানুষের কাজ চালাচ্ছেন তিনি। সেখানে বসেই মানুষজনকে পরিষেবা দেওয়ায় তৎপরতা প্রকাশবাবু।

আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের আগে চালু মন্ত্রীর চাটাই বৈঠক

তবে এনিয়েও বিজেপি-সিপিএম শুরু করেছে অপপ্রচার। আগেও একটি বাড়িতে কয়েকদিন এই কাজ চালালে তা নিয়েও কথা তোলে বিরোধীরা। ফলে হাতছাড়া হয় তা। তবে কোনও কিছুতেই পরোয়া করেন না ডানকুনির উপপুরপ্রধান প্রকাশ রাহা। তিনি বলেন, ‘‘আমফানের সময় অফিস নষ্ট হয়ে যায়। পরিষেবা দিতে অসুবিধা হচ্ছিল। তখন একটি বাড়ি ফাঁকা থাকায় সেখানে বসে কিছুদিন পরিষেবা দেওয়ার কাজ করি। তা নিয়ে অনেক কথা তোলেন বিরোধীরা। মানুষের কাজ করতে গেলে মাথার উপর ছাদ দরকার হয় না। তাই এখন গাছতলায় বসেই অফিস চালাচ্ছি।’’

Latest article