আদালতের নির্দেশ মেনেই হবে নিয়োগ

এদিনই আরও একটি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করার হুঁশিয়ারি দেন। সেই প্যানেলে মোট ৪২ হাজার ৫০০ শিক্ষকের নাম ছিল

Must read

প্রতিবেদন : শিক্ষক নিয়োগ নিয়ে আদালত যেভাবে যা নির্দেশ দেবে রাজ্য সরকার সেই নির্দেশ মেনেই চলবে। নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে মঙ্গলবার আরও একবার স্পষ্ট করে একথা জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বেআইনি ভাবে আরও ৪০ জনের নিয়োগের কথা স্বীকার করে নিয়েছে পর্ষদ।

আরও পড়ুন-গাছতলায় বসেই মানুষকে পরিষেবা দিচ্ছেন উপপ্রধান

তারপরই রোল নম্বর-সহ তাঁদের নাম পর্ষদের ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু নামই নয়, সেই সঙ্গে তাঁদের অরিজিনাল ওএমআর শিটের কপিও আপলোড করার নির্দেশ দেন তিনি। এদিনই আরও একটি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করার হুঁশিয়ারি দেন। সেই প্যানেলে মোট ৪২ হাজার ৫০০ শিক্ষকের নাম ছিল। যাঁদের বেশির ভাগই এর মধ্যে নিয়োগ পেয়ে গিয়েছেন।

Latest article