নিম্নচাপের জেরে রাজ্যে কমবে তাপমাত্রা

মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়লেও সকাল, সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে

Must read

প্রতিবেদন : মঙ্গলবার থেকেই বাড়তে শুরু করল তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, দিনের তাপমাত্রা বাড়লেও সকাল, সন্ধ্যা শীতের আমেজ বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত এই শীতের আমেজ শহরজুড়ে চলবে। তার মধ্যে তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নামতে পারে। তবে শুক্রবার থেকে নিশ্চিত ভাবে ঊর্ধ্বমুখী হবে পারদ, ফলে বাড়বে গরম। মঙ্গলবারের পর বুধবারও শহরের আকাশ পরিষ্কার থাকবে। সকাল সন্ধে শীতের আমেজ চলবে।

আরও পড়ুন-আদালতের নির্দেশ মেনেই হবে নিয়োগ

মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় এক ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত রবিবার ৪ ডিসেম্বর। সেদিন তাপমাত্রা নেমেছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আন্দামান সাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর উত্তর-পশ্চিম ও পশ্চিম দিকে এগিয়ে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন এর অভিমুখ হবে তামিলনাড়ু পুদুচেরি উপকূল। আবহাওয়াবিদরা বলছেন, তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে এটি শুক্রবার সকালে পৌঁছে গেলেও এর ল্যান্ডফল নাও হতে পারে। উপকূলের কাছাকাছি এসে এটি শক্তি হারাতে পারে। অন্ধ্রপ্রদেশ উপকূলেও এর প্রভাব পড়বে। এর প্রভাবে এ রাজ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা না থাকলেও তাপমাত্রা কিছুটা বাড়বে।

Latest article