সৌমালি বন্দ্যোপাধ্যায়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধনের অপেক্ষায় ‘ধনধান্য অডিটোরিয়াম।’ পূর্ত দফতরের উদ্যোগে আলিপুরে গড়ে উঠেছে আন্তর্জাতিকমানের এই অডিটোরিয়ামটি। এখানে একই ছাদের তলায় একাধিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা থাকছে। মূল অডিটোরিয়াম সেন্টারে ২০০০ আসন থাকছে।
আরও পড়ুন-পাঁচ রাজ্যের উপনির্বাচনে ভরাডুবি বিজেপির
এছাড়াও ৫৪০ আসনের আর একটি ছোট অডিটোরিয়ামও থকছে। পাশাপাশি পথনাটিকা আয়োজনের জন্যেও জায়গা বরাদ্দ থাকছে। সেখানে ৩৫০ জন দর্শক দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে পারবেন। এরই সঙ্গে রয়েছে একটি কনভেনশন সেণ্টার। বিভিন্ন সাংস্কৃতিক ও লোকশিল্পের অনুষ্ঠান, আন্তর্জাতিক সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা থাকছে এখানে। শিল্পীদের থাকার ৩৬ শয্যার একটি সুসজ্জিত গেস্টহাউসও থাকছে এখানে। তৈরি হয়েছে রেস্টুরেন্ট ও ক্যাফেটেরিয়াও। দোতলা একটি গাড়ি পার্কিং কেন্দ্রও আছে। যেখানে ২৯৬টি গাড়ি রাখা যাবে। জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায় জানান, ‘ধনধান্য অডিটোরিয়ামটি তৈরির কাজ শেষ হয়ে গেছে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরেই এটি সর্বসাধারণের জন্যে চালু করে দেওয়া হবে।’