প্রতিবেদন : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্দাস। আবহাওয়া দফতরের খবর, শুক্রবার মাঝরাতে পুদুচেরি ও শ্রীহরিকোটার মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর জেরে গোটা দক্ষিণ ভারতে ঝড়বৃষ্টি হতে পারে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে এ রাজ্যে ঝড়বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুন-ঘাট বাঁধাতে ১১ লক্ষ
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী চার থেকে পাঁচদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবারের পর থেকে রাজ্যে কমবে শীতের আমেজ। তাপমাত্রা একটু হলেও বাড়বে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে অনেকটাই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। তার জেরে দিনের বেলা অস্বস্তি বাড়বে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মান্দাসের প্রভাব কেটে গেলে ফের রাজ্যে ফিরবে শীত। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না বলেই মত আবহাওয়াবিদদের। বড়দিনের আগে শীত ফিরবে কিনা সেটাই এখন রাজ্যবাসীর প্রশ্ন।