প্রতিবেদন : আগেই সতর্কবার্তা দিয়েছিলেন মুখ্যসচিব। গ্রামীণ আবাস যোজনায় সমীক্ষার কাজে বাধা দেওয়া হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। এবারে আবাস যোজনার কাজে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ করল প্রশাসন। বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে এক সরকারি কর্মীকে (Government employee arrested) গ্রেফতার করল পুলিশ। নাম সন্দীপ ভুঁইয়া। অভিযোগ, সমীক্ষার সময় একাধিক ব্যক্তির কাছ থেকে ৫০০০ টাকা করে ঘুষ চেয়েছিলেন সন্দীপ (Government employee arrested)। এর সমস্ত তথ্য-প্রমাণ চলে আসে পুলিশের হাতে। পঞ্চায়েত দফতর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দেয় পুলিশকে। একথা জানা মাত্রই উধাও অভিযুক্ত। শেষপর্যন্ত অবশ্য জালে ফেলে পুলিশ। এদিকে গ্রামীণ আবাস যোজনায় দুর্নীতি প্রতিরোধ করে স্বচ্ছতা বজায় রাখতে জেলাগুলিকে আরও সতর্ক হতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকা পাঠানো হয়েছে জেলায় জেলায়। প্রতিটি এসডিও, বিডিও অফিসে এবং পঞ্চায়েতে রাখতে হবে কমপ্লেন বক্স। বাড়ি বাড়ি সমীক্ষার কাজ যাতে মসৃণভাবে চলে সেদিকে নজর রাখতে নবান্নে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোলরুম।