তৃণমূল সোশ্যাল মিডিয়া সেল আরও শক্তিশালী হচ্ছে

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া ও আইটি সেলকে (TMC Social media cell- Murshidabad) আরও শক্তিশালী করা হচ্ছে। বুধবার বিকেলে বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে দলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মী ও সদস্যদের নিয়ে বৈঠকে করেন দলের সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিংহরায়। বৈঠকে তিনি নির্দেশ দেন, জেলায় তৃণমূলের বিভিন্ন গ্রুপগুলোর অবলুপ্তি ঘটিয়ে একটি গ্রুপ তৈরি করতে হবে। এতদিন দলের যুব, মাদার, শ্রমিক-সহ বিভিন্ন শাখা সংগঠনের জন্য আলাদা সোশ্যাল মিডিয়া গ্রুপ ছিল, সেগুলো পরিচালনা করতেন বিভিন্ন অ্যাডমিন। তৃণমূল সূত্রে খবর, দেবাংশু ভট্টাচার্য দলের আইটি সেলের দায়িত্ব পাওয়ার পরেই দলের বিভিন্ন স্তরে নির্দেশ গিয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের বিভিন্ন সংগঠনের সদস্যরা যাতে একই সুরে কথা বলেন। বৈঠকে সেদিকে লক্ষ্য রেখেই একাধিক গ্রুপের অবলুপ্তি ঘটিয়ে একটি গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। যে গ্রুপটি তৈরি করা হয়েছে তার দায়িত্বে মুক্তার হোসেন। বহরমপুর বিধানসভার গ্রুপ অ্যাডমিন সভাপতি হয়েছেন রাজু সাহা। আপাতত বহরমপুর-মুর্শিদাবাদ (TMC Social media cell- Murshidabad) সাংগঠনিক জেলায় সোশ্যাল মিডিয়ার গ্রুপে সদস্য সংখ্যা থাকছে প্রায় পাঁচশোর কাছাকাছি।
শাওনি বলেন, এতে দল ও সরকারের বিভিন্ন প্রচার মূলক কাজ যেমন প্রচার হবে, পাশাপাশি বিরোধীদের কুৎসা ও ফেক নিউজ ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টারও বিরুদ্ধতা করা হবে।

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে আজ থেকে পথে শ্রমিকরা

Latest article