প্রতিবেদন : বিদেশমন্ত্রকের (foreign minister) দেওয়া পরিসংখ্যান থেকে স্পষ্ট, গত ৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ হয়েছে ২৩৯ কোটি (crore) টাকা। সিপিএমের রাজ্যসভার সাংসদ এলামারান করিম এক লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, বিগত ৫ বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কত খরচ হয়েছে এবং সফরসঙ্গীর নামের তালিকা।
আরও পড়ুন-গ্রামীণ স্বাস্থ্য গবেষণায় মউ চুক্তি
তার জবাবে এই তথ্য দিয়েছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরুলিধরণ। কেন্দ্রের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ২০২২ সালে নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত ৮টি দেশ সফর করেছেন। বিদেশমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি খরচ হয়েছে আমেরিকা, ব্রাজিল এবং আর্জেন্টিনা সফরে।