দেশে বুস্টার ডোজ মাত্র ২২ কোটি

করোনার টিকা প্রদান নিয়ে নরেন্দ্র মোদি সরকারের প্রচারের অন্ত নেই। অথচ তা যে নিতান্তই অন্তঃসারশূন্য কেন্দ্রের বক্তব্যেই তার প্রমাণ মিলল

Must read

প্রতিবেদন : করোনার টিকা প্রদান নিয়ে নরেন্দ্র মোদি সরকারের প্রচারের অন্ত নেই। অথচ তা যে নিতান্তই অন্তঃসারশূন্য কেন্দ্রের বক্তব্যেই তার প্রমাণ মিলল। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায়ের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, এখনও পর্যন্ত দেশের মাত্র ২২ কোটি মানুষের বুস্টার ডোজ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন-২৩৯ কোটি খরচ হয়েছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে

তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মালা রায় লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, দেশের কত মানুষের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে। সেই প্রশ্নের জবাবেই পরিসংখ্যান দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন দেশের ১০২.৫৩ কোটি মানুষ। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৫.০৬ কোটি মানুষ। বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ২২ কোটি।

Latest article