সরকারি ব্যর্থতার কারণেই মানুষ আদালতে আসেন

মহারাষ্ট্র প্রশাসনিক ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিল, স্বরাষ্ট্র দফতরে সমস্ত নিয়োগ পরীক্ষার আবেদনপত্রে তৃতীয় লিঙ্গের জন্য একটি অপশন তৈরি করতে

Must read

সাত বছর আগে রূপান্তরকামীদের অধিকার নিয়ে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। দীর্ঘ সাত বছর পরেও সেই নির্দেশ কার্যকর করতে কোনও পদক্ষেপই করেনি মহারাষ্ট্র সরকার। শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর না করায় মহারাষ্ট্র সরকারকে তীব্র ভর্ৎসনা করল বম্বে হাইকোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে শুরু করে সরকারি চাকরিতে সংরক্ষণ, রূপান্তরকামীদের অধিকারকে স্বীকৃতি না দেওয়া নিয়ে বম্বে হাইকোর্ট মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করে।

আরও পড়ুন-দেশে বুস্টার ডোজ মাত্র ২২ কোটি

মহারাষ্ট্র প্রশাসনিক ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিল, স্বরাষ্ট্র দফতরে সমস্ত নিয়োগ পরীক্ষার আবেদনপত্রে তৃতীয় লিঙ্গের জন্য একটি অপশন তৈরি করতে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছিল মহারাষ্ট্র সরকার। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অভয় আহুজার বেঞ্চে ওই মামলার শুনানি চলছিল। হাইকোর্টের বেঞ্চ বলে, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও বিগত সাত বছর ধরে রাজ্য সরকার কিছু করেনি। আমাদের কেন এই কাজ করতে হবে? আপনারা নিজেদের দায়িত্ব পালন করেন না বলেই নাগরিকদের আদালতে আসতে হয়। মহারাষ্ট্র সরকারের পাল্টা হাইকোর্টে জানায়, রূপান্তরকামীদের নিয়ে তাদের কোনও সমস্যা নেই. কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য এখনও আলাদাভাবে কোনও নীতি নির্ধারণ করা হয়নি। স্বরাষ্ট্র দফতরের নিয়োগের অনলাইন আবেদনের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গ অপশন তৈরি করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

Latest article