প্রতিবেদন : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মানদৌস কিছুটা দুর্বল হয়ে প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ে ক্রমশই তামিলনাড়ু উপকূলের দিকে এগোচ্ছে। শুক্রবার মধ্যরাত নাগাদ অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে আঘাত করতে পারে মানদৌস। ইতিমধ্যেই মানদৌসের প্রভাবে তামিলনাড়ুতে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া।
আরও পড়ুন-ইরান পুলিশের টার্গেট এখন মহিলারাই, নয়া নির্দেশে বিশ্বে নিন্দার ঝড়
হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূলে। পরিস্থিতির জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তামিলনাড়ু সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে। রাজ্যের একাধিক জেলায় সতর্কতা জারি করেছে তামিলনাড়ু সরকার। মৌসম ভবন জানিয়েছে, মানদৌসের প্রভাবে শনিবারও তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত চলবে। তবে বাংলায় বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবারও বাংলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ফলে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। রবিবার থেকেই তাপমাত্রা কমবে। মানদৌসের কারণে তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ এই রাজ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।