লিভাকোভিচের কাছে মদ্রিচই বিশ্বসেরা

Must read

দোহা: অনেকেই ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচের কথা বলছেন। ক্রোট গোলকিপার ব্রাজিল ম্যাচে ১১ সেভ করে নতুন নজির গড়েছেন। কিন্তু নেইমার জুনিয়রদের থামিয়ে দেওয়ার অন্যতম কারিগর তিনিও। ৯০ মিনিট, আরও ৩০ মিনিট এবং টাইব্রেকার। না, লুকা মদ্রিচকে (Luka Modric) টলাতে পারেনি ব্রাজিল। মদ্রিচকেই বিশ্বের সর্বকালের সেরা পাঁচ মিডফিল্ডারদের একজন বলছেন তাঁর সতীর্থরা। ‘বুড়ো’ হয়েছে বলে যাঁকে এবং যাঁর দলকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হচ্ছিল সেই মদ্রিচের ক্রোয়েশিয়াই টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের দেশে ফেরার টিকিট ধরিয়ে দিয়েছে। আর ১২০ মিনিট ধরে কখনও নিচে নেমে, কখনও মিডফিল্ডে আবার কখনও আক্রমণে, যখন যেখানে প্রয়োজন হয়েছে নিজেকে উজাড় করে মাঠ শাসন করেছেন মদ্রিচ। গোলের সুযোগ তৈরির সঙ্গে নিখুঁত পাস দিয়েছেন ৯০.৫২ শতাংশ। ব্রাজিলের বিরুদ্ধে ৩৭ বছর বয়সি তারকা প্লে-মেকার এমনই সুন্দর ছিলেন। চার বছর আগে রাশিয়ায় ফাইনালে উঠেও অল্পের জন্য স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার বাকি আর দুটো ম্যাচে কোনও ভুল করতে চায় না ক্রোয়েশিয়া। মদ্রিচের মতো সিনিয়রের ছত্রছায়ায় প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্নে বুঁদ ক্রোটরা। ক্রোয়েশীয় লেফট উইং ব্যাক বোরনা সোসা বলেছেন, ‘‘বছরের পর বছর, ম্যাচের পর ম্যাচ লুকা (Luka Modric) দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ক্রোয়েশিয়ার জার্সিতে ও কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সর্বকালের সেরা পাঁচ মিডফিল্ডারদের একজন। আমরা লুকার সঙ্গ ছাড়তে চাই না।’’

আরও পড়ুন-ইরান পুলিশের টার্গেট এখন মহিলারাই, নয়া নির্দেশে বিশ্বে নিন্দার ঝড়

Latest article