প্রতিবেদন : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) কি রাজনীতিতে নামতে চলেছেন? তৃণমূল নেতৃত্বের আশঙ্কা যেন সত্যি হতে চলেছে। শিলিগুড়ির দাগাপুরে এক বেসরকারি আইন কলেজের সপ্তম ইয়ুথ পার্লামেন্টে যোগ দিয়ে ওঁর মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। বিচারপতি সেখানে বলেছেন, আমার কাজের ধারা আলাদা। বিচারপতি (Abhijit Ganguly) হিসাবে গরিব মানুষের অধিকার রক্ষায় কাজ করি। এ নিয়েই উঠেছে প্রশ্ন। বিচার তো ধনী-গরিব সবার জন্যই এক। এ ধরনের মন্তব্য তো রাজনৈতিক নেতারা করে থাকেন! তিনি আরও বলেন, গরিবদের সঠিক বিচার দেওয়ার দায়িত্ব আমার। এই অনুষ্ঠানে এক বঞ্চিত চাকরিপ্রার্থী তাঁর সঙ্গে দেখা করেন। প্রার্থীর আত্মীয় নরেন ভদ্র ওঁর হাতে একটি চিঠি দেন, তাতে অভিযোগ ছিল, ২০১২-য় শিলিগুড়ির সেন্ট পিটার হাইস্কুলে ইন্টারভিউয়ের পরও তিনি চাকরি পাননি। বিচারপতি অবশ্য তাঁকে আইনজীবী মারফত হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা করার পরামর্শ দেন।
আরও পড়ুন-বিজ্ঞাপনে যৌনতার অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করে জরিমানার মুখে ছাত্র