বিজ্ঞাপনে যৌনতার অভিযোগে গুগলের বিরুদ্ধে মামলা করে জরিমানার মুখে ছাত্র

Must read

যৌনগন্ধী বিজ্ঞাপন পড়াশুনো ও মনঃসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে বলে গুগল ইন্ডিয়ার (Google India- Supreme Court) বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ছাত্র। সেই মামলায় কোর্টের সময় নষ্ট করার জন্য ক্ষুব্ধ শীর্ষ আদালত উল্টে মামলাকারীকেই জরিমানা করেছে। আদালতের প্রশ্ন, যৌনগন্ধী বিজ্ঞাপন দেখতে তাকে তো কেউ বাধ্য করছে না! তিনি তাহলে সেগুলো দেখছেন কেন? অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কোর্টের মূল্যবান সময় নষ্ট করা হয়েছে বলে সুপ্রিম কোর্টের (Google India- Supreme Court) তিরস্কারের মুখে পড়েন ওই ছাত্র। শেষপর্যন্ত জরিমানা ও ক্ষমা চেয়ে নিস্তার মেলে। মামলাকারী ছাত্রের নাম আনন্দকিশোর চৌধরি। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। আনন্দের অভিযোগ ছিল, ইউটিউবে যেসব বিজ্ঞাপন দেখানো হচ্ছে তাতে যৌনতার বাড়াবাড়ি। এরকম বিজ্ঞাপন দেখে তাঁর লেখাপড়ার ক্ষতি হচ্ছে। মনঃসংযোগ নষ্ট হচ্ছে। সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে আনন্দ বলেন, এই ধরনের বিজ্ঞাপন সংবিধানের ১৯ (২) ধারার পরিপন্থী। অবিলম্বে এই বিজ্ঞাপন বন্ধ করা হোক। বিচারপতি সঞ্জয় কিসান কাউল এবং বিচারপতি অভয় এস ওকার বেঞ্চে মামলাটি ওঠে। আদালত জানায়, এই ধরনের মামলা ভিত্তিহীন। এই মামলা করে মামলাকারী আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছেন। আদালত বলে, যদি ওই ধরনের বিজ্ঞাপন পছন্দ না হয়, তা হলে তিনি তা কেন দেখছেন? তাঁকে তো কেউ বাধ্য করেনি এই ধরনের বিজ্ঞাপন দেখতে! এরপর মামলাকারীকে এক লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেয় আদালত। আদালতের ভর্ৎসনা এবং জরিমানার শাস্তির পর ক্ষমা চান ওই ছাত্র। জানান, তিনি গরিব পরিবারের ছেলে। এত টাকা জরিমানা দেওয়ার সামর্থ্য নেই। শেষপর্যন্ত ছাত্রটিকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে বলেছে কোর্ট।

আরও পড়ুন-জমি বিবাদের জের, অভিনেত্রী বীণা কাপুরকে খুন করল ছেলে

Latest article