সংবাদদাতা, শান্তিনিকেতন : উপাচার্য়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের লাইসেন্স বাতিলের আবেদন জানিয়ে নবান্নে মুখ্যসচিবের কাছে চিঠি দিল বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন। শনিবার ই-মেইল মারফত সংগঠনের সভাপতি সুদীপ্ত ভট্টাচার্য এবং সম্পাদক কৌশিক ভট্টাচার্য চিঠি পাঠান।
আরও পড়ুন-পূর্বাঞ্চলীয় বৈঠকে আসছেন শাহ
নিরাপত্তারক্ষীদের অমানবিক আক্রমণের ফুটেজও জমা দেওয়া হয় সংগঠনের তরফে। অভিযোগপত্রে বলা হয়, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বেসরকারি নিরাপত্তাকর্মীদের অপব্যবহার করছেন। তারা এক্তিয়ার ছাড়িয়ে শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্রছাত্রী-সহ কর্মীদের উপর অমানবিক আক্রমণ চালাচ্ছে। অনেক ক্ষেত্রে উপাচার্যর নির্দেশে কর্মী- অধ্যাপকদের উপর গোয়েন্দাগিরি করছে। অধ্যাপকদের ব্যক্তিগত জীবনে নজরদারি, এমনকি তাঁদের বাসভবনে অনধিকার প্রবেশ করছে। এদের লাইসেন্স বাতিল করা হোক।