সংবাদদাতা, শ্যামনগর : ইদানীং বিহারে বিয়ে ও অন্য বারোয়ারি অনুষ্ঠানে চটুল নাচের অনুষ্ঠান দস্তুর হয়ে উঠেছে। এ রাজ্য থেকে নাচের অনুষ্ঠানের নাম করে বহু মেয়েকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে। সেখানে গিয়ে চটুল নাচতে বাধ্য করা হয়। তেমনই এক অনুষ্ঠানবাড়িতে চটুল নাচে গিয়ে রহস্যজনক মৃত্যু হল শ্যামনগরের এক তরুণীর। নাম নন্দিতা দাস। বয়স বছর আঠার। বাড়ি ভাটপাড়ার নেতাজিনগর কলোনিতে। অভিযোগ, কয়েকদিন আগে নন্দিতাকে ক্যাটারিংয়ের নাম করে বিহারে সিওয়ান জেলার মাধবপুর গ্রামে নিয়ে গিয়েছিল শালবাগানের খুশি মজুমদার। সেখানে ওর সঙ্গে নন্দিতার কোনও বিষয় নিয়ে বিবাদ হয়। তাতেই নন্দিতাকে মারধর করে খুশি ও তার দলবল।
আরও পড়ুন-টয়ট্রেন, দোলনা নিয়ে অণ্ডালে তৈরি ছোটদের পার্ক
১ ডিসেম্বর গভীর রাতে সিওয়ান জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। ৩ ডিসেম্বর দেহ বাড়িতে আসে। বাবা সঞ্জয় দাসের অভিযোগ, মেয়ের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ওকে পিটিয়ে মারা হয়েছে। ঘটনাটি জানার পর জগদ্দল থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস। এরপর ৫ ডিসেম্বর মৃতার পরিবারের তরফে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই জগদ্দল থানার পুলিশ সক্রিয় হয়। পুলিশের একটি দল বিহারে গিয়ে অভিযুক্ত খুশি মজুমদার, সুজিত ঘোষ, অমিত বিশ্বাস-সহ পাঁচজনকে গ্রেফতার করে জগদ্দলে আনছে। তাদের মঙ্গলবার আদালতে তোলা হতে পারে।