যারা মানুষের জীবন নিয়ে খেলবে নিশ্চিহ্ন হয়ে যাবে

গলসি বিধানসভার এই গ্রামে ১৯৯৮-এর ১২ ডিসেম্বর রাতে ঘটেছিল নারকীয় গণহত্যা। সিপিএম ঘাতক বাহিনীর হাতে প্রাণ হারান চার কংগ্রেস কর্মী

Must read

অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর: একদিন সারা বাংলা জুড়ে রক্তের হোলি খেলেছিল সিপিএম হার্মাদরা, আর আজ সারা দেশে রক্তের হোলি খেলছে বিজেপি। তবে যারাই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে তারাই রাজনীতির আঙিনা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সোমবার শহিদতর্পণ অনুষ্ঠানে বললেন রাজ্য যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। কাঁকসার বাসুদেবপুর গ্রামে। গলসি বিধানসভার এই গ্রামে ১৯৯৮-এর ১২ ডিসেম্বর রাতে ঘটেছিল নারকীয় গণহত্যা। সিপিএম ঘাতক বাহিনীর হাতে প্রাণ হারান চার কংগ্রেস কর্মী। হার্মাদরা প্রায় একশো বাড়িতে আগুনও দেয়। কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য বাসুদেবপুরের গণহত্যাকে দ্বিতীয় সাঁইবাড়ির হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করেন।

আরও পড়ুন-বিহারে ফাংশানে নাচতে গিয়ে মৃত্যু হল তরুণীর

প্রতিবছরই গ্রামে শহিদতর্পণ হয় তৃণমূলের পক্ষ থেকে। ২০২১-এ চার শহিদের আবক্ষমূর্তিও প্রতিষ্ঠা করা হয়। এদিন কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থকের সামনে বক্তব্য পেশ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, গলসির তৃণমূল বিধায়ক নেপালচন্দ্র ঘোড়ুই, জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক মণ্ডল, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী প্রমুখ।

Latest article