আগামী ২ মাস পর মেঘালয়ে নির্বাচন(Meghalaya Election)। সেই দিকে লক্ষ্য রেখেই মঙ্গলবার শিলংয়ে মমতা প্রতিশ্রুতি দিলেন, ক্ষমতায় এলে বাংলার মতো মেঘালয়েও মহিলাদের ১ হাজার টাকা করে দেবে তৃণমূল সরকার। অবশ্য মেঘালয়ের জন্য এই প্রকল্পের নাম হবে ‘উই কার্ড (We Card)।’
আরও পড়ুন-‘সবাইকে ভাষা ও জাতি দিয়ে ভাগ করবেন না’ মেঘালয়ে নতুন স্বপ্নের সন্ধান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার শিলংয়ে ইউ সোসো থাম অডিটোরিয়ামে তৃণমূলের কর্মীসভায় একটি তথ্যচিত্র দেখানো হয়। সেখানে বলা হয় তৃণমূল সরকার এখানে তৈরি হলে বাড়ি বাড়ি পৌঁছে যাবে উই কার্ড। ইতিমধ্যেই মেঘালয়ে মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত ফর্ম ফিলআপ করাতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা। তথ্যচিত্রে দেখানো হয়েছে, একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। তা স্ক্র্যাচ করলেই টাকা তুলতে পারবেন। প্রতি মাসে ওই কার্ডে এক হাজার টাকা করে ট্রান্সফার করবে সরকার।
আরও পড়ুন-‘সে সিবিআই কাস্টডিতে কী করে মারা গেল? আমরা ইস্যুটা তুলছিলাম’ লালনের মৃত্যু নিয়ে সরব মুখ্যমন্ত্রী
এদিন একজনের হাতে সেই প্রতীকী কার্ডও তুলে দেন মমতা। পাশাপাশি এদিনের কর্মীসভা থেকে বাংলার উন্নয়ন ও নারী ক্ষমতায়নের দিকটি তুলে ধরে রাজ্যের একাধিক জনমুখী প্রকল্পের উদাহরণ দেন তৃণমূল নেত্রী। যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি উঠে আসে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প। এছাড়াও বাংলায় যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই ধাঁচে মেঘালয়েও হেলথ স্কিম চালু করার অঙ্গীকার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, গুয়াহাটি থেকে মেঘালয় শাসন নয় মেঘালয়কে শাসন করবে মেঘালয়ের ভূমিপুত্র। সময় এসেছে পরিবর্তনের। কুয়াশা ঢাকা মেঘ নয়, নতুন সকাল দেখবে মেঘালয়।