প্রতিবেদন : ভারতে ফের বড়সড় সাইবার হামলার পরিকল্পনা করছে চিনা হ্যাকাররা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এক সতর্কবার্তায় এমনটাই জানিয়েছে। গোয়েন্দা সংস্থার অনুমান, সরকারি হোক বা বেসরকারি দেশের কম্পিউটারগুলি থেকে জরুরি তথ্য হাতিয়ে নেওয়াই লক্ষ্য চিনা হ্যাকারদের। এ বিষয়ে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের কর্মীদের সতর্ক করা হয়েছে। সরকারি তরফে প্রত্যেককে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল অনুসরণ করতে বলা হয়েছে।
আরও পড়ুন-চিনের সঙ্গে সংঘর্ষকে বড় ঘটনা মানতে নারাজ প্রতিরক্ষামন্ত্রী, প্রতিবাদে সংসদে সরব বিরোধীরা
গোয়েন্দা বার্তার জেরে কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি কেন্দ্র হোক বা যে কোনও সেক্টরে কর্মীদের বাধ্যতামূলকভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল মেনে চলতে হবে। নিজের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলিকে সুরক্ষিত রাখতে হবে। দরকারে বারে বারে পাসওয়ার্ড বদলাতে হবে। সংস্থার জরুরি অ্যাকাউন্টগুলি সুরক্ষিত রাখতে হবে। সেখান থেকে যাতে কোনও তথ্য ফাঁস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাজ শেষ হলে কম্পিউটার শাট ডাউন করতে হবে। জিমেল ও অন্যান্য অ্যাকাউন্ট অতি অবশ্যই লগ আউট করতে হবে। এই নিয়ম না মানলে কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন-নিন্দায় বিদেশমন্ত্রক
গত বছর মুম্বইয়ে হ্যাকিংয়ের কারণে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। সম্প্রতি গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের জুন মাসের পর থেকে চিনা হ্যাকাররা ভারতের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে ম্যালওয়ারের মাধ্যমে অচল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। চিনারা ডিজিটাল দুনিয়ায় ঢুকে ভারতীয় নাগরিকদের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য সব রকমের প্ল্যাটফর্মকেই ব্যবহার করছে। বিশেষ করে পরিকাঠামো, ব্যাঙ্কিং এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্র লক্ষ্য করেই বেশির ভাগ সাইবার হামলা শুরু হয়েছে। মূলত ভারত সরকারের সাইবার পরিকাঠামোকে লক্ষ্য করেই এই মুহূর্তে আঘাত হানা হচ্ছে।