বাংলাকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বঞ্চনা করছে তার প্রতিবাদে বারবার সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের সাংসদরাও এ বিষয়ে সরব৷ এবার সংসদে কেন্দ্রের দেওয়া তথ্যেই বাংলার প্রতি মোদি সরকারের বৈষম্য ও বঞ্চনা স্পষ্ট৷ দেখা যাচ্ছে, ১০০ দিনের কাজে কেন্দ্রের থেকে পাওয়া বরাদ্দের ক্ষেত্রে বকেয়া থাকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গই।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া : বন্দুকবাজের গুলিতে নিহত তিন
লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি একথা জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১০০ দিনের কাজে শ্রমিকদের মজুরি বাবদ পশ্চিমবঙ্গের বকেয়া ২৭৪৪.৭৬ কোটি টাকা। তৃণমূল সাংসদের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ১০০ দিনের কাজের সরঞ্জাম এবং অন্যান্য খরচ বাবদ কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া রয়েছে ৪৫৭.০৬ কোটি টাকা। অর্থাৎ সবমিলিয়ে ১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকারের কাছে এই মুহূর্তে রাজ্যের বকেয়া ৩২০১.৮২ কোটি টাকা। তৃণমূল সাংসদ জানতে চেয়েছিলেন, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অন্তর্গত রাজ্যের বকেয়ার পরিমাণ কত? সেই প্রশ্নেই বিপুল বকেয়ার কথা স্বীকার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।