নয়াদিল্লি : লাগাতার পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে দিনের পর দিন সরকারের বিরুদ্ধে অসন্তোষ বেড়েছে দেশের মানুষের । আর এবার বিরোধীদের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি পেট্রোলের আকাশছোঁয়া মূল্যের দায় বিরোধীদের ঘাড়ে চাপালেন। কেন্দ্রের ব্যর্থতার দায় বিরোধীশাসিত রাজ্যগুলির ঘাড়ে চাপিয়ে দেওয়ায় ক্ষুব্ধ বিরোধী শিবির একযোগে ওয়াক আউট করল লোকসভা থেকে। লাগাতার পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার ঝড় উঠল লোকসভায়। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগে ক্ষুব্ধ হয়ে একযোগে ওয়াকআউট করে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ডিএমকে সহ বিরোধী দলগুলি। এদিন সভা শুরু হতেই লোকসভায় কংগ্রেসের সাংসদ কে মুরলিধরণ কেন্দ্রীয় মন্ত্রীকে পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণ এবং সরকারের পদক্ষেপের বিষয়ে জিজ্ঞেস করেন। জবাবে পেট্রোলিয়াম মন্ত্রী পুরি জানান, পেট্রোলের দাম ইউপিএ আমলেই অনিয়ন্ত্রিত করে দেওয়া হয়েছে। যদিও ভারতে ব্যবহৃত অপরিশোধিত তেলের গড় দাম ৪৩.৩৪ ডলার থেকে ৮৭.৫৫ ডলার অর্থাৎ ১০২ শতাংশ বৃদ্ধি হয়েছে ২০২০ এর নভেম্বর থেকে ২০২২ এর নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন- হতাশ হয়ো না ভাই, হাকিমিকে এমবাপে
মৌখিক জবাবে পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, ভারতের গ্রাহকদের আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আঁচ থেকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার মোট দু’বার অন্তঃশুল্ক কমিয়েছে। এরপরেই তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং কেরলের মতো অবিজেপি রাজ্যগুলি ভ্যাট কমায়নি। মন্ত্রী বলেন, আমি বিরোধী দলের সাংসদদের বলব, তাঁদের রাজ্য সরকারকে বলুন ভ্যাট কমাতে। যাতে তাঁরাও এই সুবিধা দিতে পারেন। তাঁর এই জবাবেই ক্ষুব্ধ হয়ে ওঠে বিরোধী শিবির। তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, ডিএমকে, টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস এবং বামেরা। নিজের দায় এড়িয়ে বিরোধী রাজ্যগুলির ঘাড়ে দোষ চাপানোর প্রতিবাদে সভা থেকে ওয়াক আউট করেন তাঁরা।