আলোচনায় বাধা

যদিও রাজ্যসভার ২৯ নম্বর বিধি অনুযায়ী, চেয়ারম্যানের অধিকার রয়েছে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অনুমতি দেওয়া।

Must read

নয়াদিল্লি : দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলিতে আলোচনা করতে দিচ্ছে না সরকার। তা নিয়ে সংসদে বৃহস্পতিবার আলোচনার দাবিতে রাজ্যসভায় সরব হলেন বিরোধীরা। তৃণমূল, কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলের অভিযোগ, ২৬৭ ধারায় একাধিক নোটিশ দিলেও কেন্দ্রীয় সরকার আলোচনা করতে দিচ্ছে না। চেয়ারম্যানের বক্তব্য, নোটিশে কোনও বিধির উল্লেখ ছিল না।

আরও পড়ুন-পেট্রোলের মূল্যবৃদ্ধি, মন্ত্রীর জবাবে ক্ষুব্ধ বিরোধীদের সভাত্যাগ

যদিও রাজ্যসভার ২৯ নম্বর বিধি অনুযায়ী, চেয়ারম্যানের অধিকার রয়েছে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অনুমতি দেওয়া। বৃহস্পতিবার রাজ্যসভায় কংগ্রেস, শিবসেনা সহ মোট ৭টি দল ৭টি ভিন্ন ইস্যুতে নোটিশ দেয়। বিরোধীদের বৈঠকে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বিষয়গুলি সংসদে তোলা হবে। সেই অনুযায়ী শিবসেনার তরফে প্রিয়াঙ্কা চতুর্বেদী সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং রাজনীতিকরণের অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে নোটিশ দেন। নোটিশ অগ্রাহ্য হতেই বৃহস্পতিবার সংসদে অন্যদের সঙ্গে প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস।

Latest article