চলতি বছরের গোড়াতে মার্কিন ধনকুবের এলন মাস্ক (Elon Musk- Tesla Share) তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ার বিক্রি করেছিলেন। প্রবল আর্থিক সংকটে পড়ার কারণে বছরের শেষেও মাস্ক ফের টেসলার (Elon Musk- Tesla Share) শেয়ার বিক্রি করলেন। চলতি সপ্তাহেই মাস্ক তাঁর সংস্থা টেসলার ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন বলে জানা গিয়েছে। এই শেয়ারের আর্থিক মূল্য ৩.৫৮ বিলিয়ন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার শেয়ারগুলি বিক্রি করা হয়েছে। তবে শেয়ার বিক্রির কারণ জানা যায়নি। সবমিলিয়ে চলতি বছরে টেসলার প্রায় ৪০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন মাস্ক। বিপুল পরিমাণ শেয়ার বিক্রির ফলে মাস্কের হাতে এখন টেসলার ১৩.৪ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আর্থিক সংকটের কারণেই শেয়ার বিক্রি করেছেন মাস্ক।
আরও পড়ুন-কিডনি নিয়ে উদ্বেগ