সংবাদদাতা, শিলিগুড়ি : শহরের সৌন্দর্যায়নে নয়া ভাবনা পুরসভার। অর্কিড, গোলাপ চাষ হবে ডাম্পিং গ্রাউন্ডে। পাশপাশি কিছুটা জায়গায় হবে পিস হাভেন। এই পরিকল্পনা বাস্তবায়িত করতেই উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নে সহায়তার হাত বাড়াল জি টুয়েন্টি। শুক্রবার শিলিগুড়ি পুরসভায় জি টুয়েন্টির কলকাতার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব।
আরও পড়ুন-উচ্ছেদ করতে এসে ফিরল রেল
প্রতিনিধিরা পুরসভার পরিকল্পনা শুনে একটি রিপোর্ট পাঠাবেন সদর দফতরে। রিপোর্ট পাশ হয়ে অর্থ বরাদ্দ হলেই শুরু হবে কাজ। এদিনের বৈঠকের পর এমনটাই জানান মেয়র। বৈঠকে ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং, ডিসিপি হেড কোয়ার্টার জয় টুডু ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন শিলিগুড়ি শহরের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। জি টুয়েন্টি উন্নয়নে আর্থিক সহায়তা করবে। শহরের রাস্তা ও সৌন্দর্যায়নে গুরুত্ব দেবে জি টুয়েন্টি। এ ছাড়াও এদিন গৌতম দেব বলেন, শিলিগুড়ি মহকুমা এলাকার উন্নয়ন নিয়ে জি টুয়েন্টির প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে। ডাম্পিং গ্রাউন্ড এলাকায় প্রায় দেড় একর জমি আছে। সেখানে গোলাপ ফুলের চাষ করা হবে। এছাড়াও অর্কিডের চাষ করা হবে। পাশাপাশি কিছু জায়গায় পিস হাভেন তৈরি হবে।