উচ্ছেদ করতে এসে ফিরল রেল

নোটিশ ছাড়াই রেলের জমিতে উচ্ছেদ করতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে পালাল আরপিএফ।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : নোটিশ ছাড়াই রেলের জমিতে উচ্ছেদ করতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে পালাল আরপিএফ। শুক্রবার শিলিগুড়ি জংশন এলাকায় রেলের আধিকারিক সহ আরপিএফ বুলডোজার নিয়ে উচ্ছেদ করতে আসে। দীর্ঘদিন ধরে শিলিগুড়ি জংশন এলাকায় রেলের জমিতে বসবাস করছে বহু মানুষ।

আরও পড়ুন-হাওড়ায় কর্মী হাজিরায় বায়োমেট্রিক

হঠাৎ করেই এদিন তাদের উচ্ছেদ করতে আসরে নামে রেলের আধিকারিক ও আরপিএফ। এলাকাবাসী একত্রিত হয়ে রেলের আধিকারিক ও আরপিএফ-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। কারণ রেল উচ্ছেদের কোনও নোটিশ না দিয়ে উচ্ছেদ করতে এসেছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় পাঠক। রেল আধিকারিকদের সাথে কথা বলেন কাউন্সিলর। দীর্ঘক্ষণ বাদানুবাদের পরে আরপিএফ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। সাধারণ মানুষের বিক্ষোভের ফলে পালিয়ে যেতে বাধ্য হয় আরপিএফ ও রেল আধিকারিকেরা। তৃণমূল কাউন্সিলর সঞ্জয় পাঠক বলেন দীর্ঘদিন ধরে রেলের জমিতে বসবাস করছে কিছু মানুষ। হঠাৎ নোটিশ না দিয়েই তাদের উচ্ছেদ করতে এলে ক্ষুব্ধ সাধারণ মানুষ বিক্ষোভ দেখান।

Latest article