প্রতিবেদন : দিল্লির পুলিশ কমিশনার পদে রাকেশ আস্থানার নিয়োগ নিয়ম মেনে হয়েছিল কিনা তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। দিল্লির পুলিশ কমিশনার হিসেবে রাকেশ আস্থানার নিয়োগকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি শুক্রবারই শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চে এই আবেদনের শুনোনি হচ্ছে।
আরও পড়ুন-গঙ্গাসাগর নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী
তবে রাকেশ ইতিমধ্যেই দিল্লি পুলিশ কমিশনার পদ থেকে অবসর নিয়েছেন। আস্থানা, ১৯৮৪-ব্যাচের গুজরাত ক্যাডারের আইপিএস অফিসার। ২৭ জুলাই, ২০২১-এ দিল্লি পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হন তিনি। চাকরি থেকে অবসর নেওয়ার ঠিক চার দিন আগে তাঁকে এই নিয়োগ করা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, দিল্লি পুলিশের তত্ত্বাবধান করে থাকে। স্বরাষ্ট্র মন্ত্রক জানায়, জনস্বার্থে আস্থানার চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হল। এই নিয়োগ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করা হয়।