ঘুষ নেওয়ার প্রাথমিক প্রমাণ পেলেই দোষী হবেন সরকারি কর্তারা

এই বিষয়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, আদালত একজন দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিককে ঘুষ চাওয়া এবং নেওয়ার জন্য দোষী ঘোষণা করতে পারে।

Must read

প্রতিবেদন : সরকারি আধিকারিকদের দুর্নীতি দমনে আরও কড়া অবস্থান নিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, সরকারি কর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার বা অন্য কোনও দুর্নীতিতে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ থাকলেই সংশ্লিষ্ট সরকারি কর্মীকে দোষী সাব্যস্ত করা যেতে পারে। এই বিষয়ে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, আদালত একজন দুর্নীতিগ্রস্ত সরকারি আধিকারিককে ঘুষ চাওয়া এবং নেওয়ার জন্য দোষী ঘোষণা করতে পারে।

আরও পড়ুন-রাকেশ আস্থানার নিয়োগ খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

এমনকী, বিশেষ কোনও পরিস্থিতিতে কোনও অভিযোগকারী যদি আগের বয়ান থেকে পিছু হঠেন বা কোনও কারণে ঘুষ দেওয়ার অভিযোগ প্রত্যাহার করেন, সে ক্ষেত্রেও অন্য সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে ওই সরকারি কর্তাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি এস আবদুল নাজির, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি ভি রামাসুব্রহ্মণ্যম এবং বিচারপতি বি ভি নাগারথনার বেঞ্চ জানিয়েছে, মৌখিক বা তথ্যপ্রমাণ না থাকলেও ঘুষের দাবি করা এবং গ্রহণ করার প্রাথমিক প্রমাণের ভিত্তিতেও অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা যেতে পারে।

Latest article