প্রতিবেদন : ক্লাসের ভিতরেই চিৎকার করছিল বছর নয়েকের এক পড়ুয়া। জোরে জোরে কথা বলছিল সে। নিতান্তই শিশু ওই পড়ুয়াকে শিক্ষক কথা বলা বন্ধ করতে বললেও সে তাতে কর্ণপাত করেনি। পড়ুয়ার এই আচরণে রেগে যান শিক্ষক। এরপর রাগের মাথায় খুদে পড়ুয়াকে ক্লাসের ভিতরেই বেধড়ক পিটিয়ে মেরে ফেললেন শিক্ষক। এক শিক্ষকের এহেন নৃশংস আচরণে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) রুরকি-র একটি মাদ্রাসায়। খবর পেয়ে অভিযুক্ত শিক্ষক জিশান গাদাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রের নাম মহম্মদ আলি (৯)। রুরকি (Uttarakhand, Roorkee) ভগবানপুরের রহমানিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। শিক্ষকের প্রবল মারে ক্লাসের মধ্যে তার মুখ–নাক দিয়ে রক্তপাত শুরু হয়৷ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি৷
আরও পড়ুন-হাসিমারায় প্রস্তুত রাফাল