প্রতিবেদন : বিতর্ক পিছু ছাড়ছে না কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর (Law Minister Kiren Rijiju)। অরুণাচলের সীমান্ত এলাকার পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদে আছে এটা প্রমাণ করতে তিনি একটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিতে তাঁকে সেনার মাঝে দেখা গিয়েছিল। কিন্তু রিজিজুর ট্যুইট করা এই ছবি নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, তাওয়াংয়ের পরিস্থিতি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন রিজিজু। তিনি প্রকৃত ঘটনাকে আড়াল করতে চাইছেন। সে জন্য ভুয়ো ছবি পোস্ট করতেও তাঁর বিবেকে বাধেনি।
কংগ্রেসের দাবি, সেনা জওয়ানদের সঙ্গে দাঁড়িয়ে থাকা নিজের যে ছবি রিজিজু (Law Minister Kiren Rijiju) ট্যুইটারে পোস্ট করেছেন সেটা অন্তত তিন বছরের পুরনো। তাঁর এই ছবি ২০১৯ সালের ২৯ অক্টোবর তোলা হয়েছিল। তিন বছর আগের সেই ছবিই এদিন ফের পোস্ট করেছেন রিজিজু। পুরনো ছবি দিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। আসলে লাল ফৌজের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে মোদি সরকার। সে কারণেই ভুয়ো ছবি পোস্ট করা হয়েছে। দু’দিন আগে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছিলেন, চিন যুদ্ধের ছক কষছে। যুদ্ধের জন্য ওরা তৈরি। কিন্তু সরকার বাস্তব পরিস্থিতি মানছে না। চিনের বিপদ এখন আর গোপন কোনও বিষয় নয়। কিন্তু মোদি সরকার দেখেও দেখছে না। অন্যদিকে বিজেপির অভিযোগ, রাহুল সেনাবাহিনীকে অসম্মান করছেন।
আরও পড়ুন-পাক মন্ত্রীর ডিগবাজি