লালনের স্ত্রীর কাছে শতাব্দী

Must read

সংবাদদাতা, রামপুরহাট : সিবিআই হেফাজতে মৃত লালন শেখের শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী রেশমা বিবির সঙ্গে দেখা করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Lalan Sheikh Death- Shatabdi Roy)। তাঁদের সবরকমের সাহায্যের আশ্বাসও দিলেন। রেশমা জানান, সাংসদের সঙ্গে দেখা হওয়ার পর তিনি অনেকটাই আশ্বস্ত। বলেছেন, ন্যায়বিচারের মাধ্যমে আইনের হাতে স্বামী শাস্তি পেলে, কিছু বলার ছিল না। কিন্তু অন্যায়ভাবে তাঁর স্বামীকে মেরে ফেলা হয়েছে। তিনি বাড়ি থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও সোনার গয়না চুরি যাওয়া নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে রবিবার রামপুরহাট থানায় অভিযোগও করেছেন। রবিবার ফের সিআইডি টিম রেশমাকে আধ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন-উপচে পড়া ভিড়ের সাক্ষী পূর্ব মেদিনীপুর

অপেক্ষারত সাংবাদিকদের শতাব্দী (Lalan Sheikh Death- Shatabdi Roy) বলেন, ওরা জানিয়েছে, সিবিআই কীভাবে টর্চার করেছে। বলেছে, এই লাস্ট দেখা দেখে নাও। আর দেখতে পাবে না। মেরে ফেলবে। রেশমাকেও মেরেছে। কীভাবে একজন মহিলাকে মারতে পারে? এগুলো তো কোনও দলের ব্যাপার নয়। আমি জিজ্ঞেস করেছি, তোমরা কি দলের কথা বলছ? ওরা বলেছে না, নিজেদের কথা বলছে। শুধু সিবিআই হেফাজতে মৃত্যু নয়, যেভাবে ওঁদের থ্রেট করা হচ্ছে তাতে স্পষ্ট সিবিআইয়ের পুরো দোষ। যে নামগুলো (সিবিআই আধিকারিকদের) বলেছে, সেগুলো তো ওঁর স্বামী ওঁকে বলেছিল। আমি দিদির সঙ্গে কথা বলব, অভিষেকের সঙ্গেও কথা বলব। ওদের কি ইনস্ট্রাকশন আছে দেখে নিই। তারপর আমার দ্বারা যেটুকু সম্ভব করব।

আরও পড়ুন-মহারাষ্ট্রে গণধর্ষিতা নাবালিকা

Latest article