প্রতিবেদন : সোমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দর্শক সমাগম ছিল ভালই। সমস্ত প্রেক্ষাগৃহের প্রতিটি শো ছিল হাউসফুল। ছবি প্রদর্শনের পাশাপাশি একতারা মুক্তমঞ্চে আয়োজিত হয় সিনে আড্ডা। বিষয় ‘সমালোচক না বক্স অফিস’। আড্ডায় ছিলেন হরনাথ চক্রবর্তী, পথিকৃৎ বসু, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, সুব্রত সেন, শম্পালি মৌলিক, দীপান্বিতা মুখোপাধ্যায়, শময়িতা চক্রবর্তী। তাঁদের সঙ্গে কথা বলেন অরিন্দম শীল।
প্রতিটি ভেনু ঘুরে দেখেন উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী। উৎসব প্রাঙ্গণে দেখা যায় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে। উন্মাদনা চোখে পড়ে ফিল্ম ক্যুইজ নিয়েও।
আরও পড়ুন-মানহানির নোটিশ পাওয়ার পরই ক্ষমা চাইল বিজেপি
নন্দন চত্বরে আছে কয়েকটি স্টল। বিক্রি হচ্ছে নানা বিষয়ের বই, পত্রিকা। বাংলা আকাদেমির সামনে দেখা গেল একজন পটচিত্র শিল্পীকে। সিনেমা দেখার পাশাপাশি অনেকেই ঘুরে দেখছেন তাঁর কাজ। সবমিলিয়ে জমজমাট উৎসবের পঞ্চম দিন।