অঞ্চল সম্মেলনেও পরিষেবা-সহায়তা

সোমবার তৃণমূল কংগ্রেস অঞ্চল সম্মেলন হল উত্তর দিনাজপুর জেলার করণদীঘি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে করণদিঘি কৃষাণ মাণ্ডি প্রাঙ্গণে।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : প্রান্তিক এলাকার মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জেলার আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশমতো সরকারি আধিকারিক এবং দলীয় কর্মীরাও পৌঁছে যাচ্ছেন গ্রামে গ্রামে। অনুমোদনপত্রও পূরণ করে দেওয়া হচ্ছে। এরপরও যাঁরা প্রকল্পের আওতায় আসেননি, তাঁদের সমস্যা নিয়েই আলোচনা হল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলনে।

আরও পড়ুন-সিনে আড্ডা জমজমাট সমালোচক না বক্স অফিস

সোমবার তৃণমূল কংগ্রেস অঞ্চল সম্মেলন হল উত্তর দিনাজপুর জেলার করণদীঘি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে করণদিঘি কৃষাণ মাণ্ডি প্রাঙ্গণে। এদিন এই সম্মেলন উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল, তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুভাষ সিংহ প্রমুখ। এই সভা ঘিরে গ্রামবাসীদের উন্মাদনা ছিল তুঙ্গে। ঠান্ডা উপেক্ষা করেই উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। এই সভায় সরকারি প্রকল্প না পাওয়ার কথা জানান কয়েকজন। তাঁদের পরিচয়পত্র ঠিকঠাক রয়েছে কি না সেই বিষয়ে জানা হয়।

আরও পড়ুন-মানহানির নোটিশ পাওয়ার পরই ক্ষমা চাইল বিজেপি

দ্রুত তাঁরা সুবিধা পাবেন বলে কথা দেন দলীয় নেতৃত্ব। বিধায়ক গৌতম পাল বলেন, তৃণমূল কংগ্রেসের বিপুল উন্নয়ন দেখেই আজ আমাদের সমর্থনে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। পঞ্চায়েত নির্বাচনেও তাঁরা জবাব দেবেন। তাঁদের প্রতি আমাদের আস্থা আছে। এই সভা থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির সূচনা হল। আজ, মঙ্গলবার আলতাপুরে ফের সভা আয়োজিত হবে।

Latest article