সরস্বতী দে, শিলিগুড়ি : ‘মেগা পারফরমেন্স ডে’ কর্মসূচিতে গত ২১ সেপ্টেম্বর একদিনে ৩৩ হাজার কোভিড টিকা দিয়ে নজির সৃষ্টি করল দার্জিলিং জেলা স্বাস্থ্য দফতর। এর মধ্যে ৩১৫৬৯টি টিকা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ও ১৪৪০ জনকে বেসরকারিভাবে দেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর এই সংখ্যাটা ছিল ৩০ হাজার। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য জানিয়েছেন জেলায় আরও কয়েকটি ‘মেগা পারফরমেন্স ডে’ কর্মসূচির ভিত্তিতে দিনে ৩০ হাজার টিকাকরণের লক্ষ্য স্থির করা হয়েছে। এতে পুজোর আগে সম্পুর্ণ টিকাকরণের মাধ্যমে জেলাকে কোভিডের হাত থেকে রক্ষা করা যাবে।
আরও পড়ুন –‘অভিষককে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা করেছে, বিজেপি আসলে জুমলা পার্টি’ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়
২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ১৫ লক্ষ ৮ হাজার ৪৬০ জনের টিকাকরণ হয়েছে। এর মধ্যে প্রায় ৫ লক্ষের দুটো ডোজই সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিং জেলাশাসক এস পন্নমবলম। তিনি জানান, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ২০ সেপ্টেম্বর থেকে একটি ১০০০ লিটার প্রতি সেকেন্ড অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট কাজ করা শুরু করেছে। শীঘ্রই সমান ক্ষমতাসম্পন্ন আরও একটি প্ল্যান্টও কাজ করা শুরু করতে চলেছে। পাহাড়ে দার্জিলিং জেলা হাসপাতালেও একটি অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট প্রায় তৈরি। খুব শীঘ্রই তা চালু করা হবে।
আরও পড়ুন –বাংলাকে স্বাধীন করেছি, বিজেপি-কে তাড়িয়ে এবার দেশকে স্বাধীন করব, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়
সব মিলিয়ে প্রশাসন ও স্বাস্থ্য দফতরের সম্মিলিত প্রয়াস ও রাজ্য সরকারের সহযোগিতায় পুজোর আগেই করোনার ঢেউ রুখতে তৈরি দার্জিলিং জেলা স্বাস্থ্য দফতর। শারদ উৎসবকে ঘিরে উত্তরবঙ্গ জুড়ে প্রচুর মানুষ বেড়াতে আসেন। আর শিলিগুড়ি হল গেটওয়ে। তাই দার্জিলিং জেলা সুপার স্পেডার থেকে শুরু করে সাধারণ নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তার কারণে এই টিকাকরণের কর্মসূচি। যার ওপর জেলা প্রশাসন এবং পুরসভাগুলি বিশেষভাবে টিকাকরণের ওপর জোর দিয়েছে।