‘অভিষককে আটকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা করেছে, বিজেপি আসলে জুমলা পার্টি’ ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

অভিষেক বন্দোপাধ্যায়ের পদযাত্রা ঠেকাতে ত্রিপুরায় ১৪৪ ধারা জারি নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার একবালপুরের সভা থেকে তোপ দেগে বলেন, ‘অভিষেক গেলে ১৪৪ ধারা করতে হয়, তৃণমূল কংগ্রেস মিছিল করলে ১৪৪ ধারা করতে হয়৷’

আরও পড়ুন-বাংলাকে স্বাধীন করেছি, বিজেপি-কে তাড়িয়ে এবার দেশকে স্বাধীন করব, আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়

‘আাগামী ১২ অক্টোবর মা দুর্গা আসছে। তাহলে ১৪৪ ধারার মধ্যেই কি তাহলে মায়ের পুজো হবে?
পুজোতে মানুষ বেরোবে না তে? যদি তা না হয় তাহলে ১৪৪ ধারা করা হল কেন? কই বাংলায় তো ১৪৪ ধারা হয়না।’

বিজপি সম্পর্কে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এরা আবার বলে বাংলায় নাকি দুর্গাপুজো হয়না৷ বিজেপি আসলে জুমলা পার্টি৷ উত্তরপ্রদেশে ঢুকতে দেয়না৷ ওখানেও ১৪৪ ধারা জারি করে রাখে। এরাই আাবার বড় বড় কথা বলে৷’

আরও পড়ুন-পেনশনের নথি পেয়েই মমতা-অভিষেককে ধন্যবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকার

প্রসঙ্গত ত্রিপুরা নিয়ে কোর্টে লড়াই চলছে। ত্রিপুরা সরকার ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে সমস্ত রকম রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ যা নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, “ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা”।

Latest article