সংবাদদাতা, কাটোয়া : কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে নয়া পদক্ষেপ রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতরের। লক্ষ্যপূরণে পঞ্চায়েত স্তরে পশুখাদ্যের ডিলারশিপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। কালনা ১ ব্লক প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ পালন অনুষ্ঠানে এসে মন্ত্রী বলেন, ‘‘রাজ্যের প্রত্যেকটা পঞ্চায়েতে ডিলারশিপ দেওয়া হবে। সেই সঙ্গে প্রত্যেকটা ব্লকে হাঁস, মুরগি, ছাগলছানা দেওয়া হচ্ছে। ডিলারশিপ নিয়ে কর্মসংস্থানের সুযোগ নিন। পরে পশুখাদ্যের ডিলারশিপ নেওয়ার জন্য লাইন পড়ে যাবে।’’
আরও পড়ুন-ক্রিসমাস কার্নিভালে মালদহে রেকর্ড ভাঙা ভিড় হবে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল-সহ অন্য কর্মাধ্যক্ষরা। প্রাণিসম্পদের গুরুত্ব বোঝাতে মন্ত্রীর ব্যাখ্যা, প্রাণিপালনের মধ্য দিয়ে যেমন স্বনির্ভর হওয়া যায় তেমনই অন্যদেরও কর্মসংস্থান হয়। তাই কৃষির পরেই প্রাণিসম্পদের স্থান। মুখ্যমন্ত্রী একে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন। প্রাণিপালনের পাশাপাশি রাজ্যে ডিম ও মাংসের উৎপাদনের ঘাটতি পূরণ করে স্বনির্ভর হওয়ার জন্যও তৎপর তিনি। পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ‘‘রাজ্যে এখনও বাৎসরিক ২৭০ কোটি ডিম উৎপাদনে ঘাটতি রয়েছে। তবে খুব তাড়াতাড়ি তা পূরণ হয়ে যাবে।’’ কালনা ১ ব্লকে ২০২১-২২ আর্থিক বর্ষে ৯০ লক্ষ ৩৭ হাজার ৮৮৫টি ডিম উৎপাদন হয়েছে। ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ৯৫ লক্ষ ৬৯ হাজার ৮৮৬টি ডিম উৎপাদন হয়েছে।