সংবাদদাতা, খানাকুল : হুগলি জেলার আরামবাগ মহকুমার খানাকুল বিধানসভার খানাকুল দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জয়রামপুর স্কুলমাঠে কর্মী সম্মেলন হল। আক্ষরিক অর্থেই সভাস্থল জনসমুদ্র হয়ে ওঠে। সভায় মূল বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহরায়, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা, যুব সভাপতি পলাশ রায় প্রমুখ।
আরও পড়ুন-কর্মসংস্থান বাড়াতে পঞ্চায়েত স্তরে পশুখাদ্যের ডিলারশিপ দেবে রাজ্য
সভা থেকে বিজেপি-সহ বিরোধী দলগুলোকে আক্রমণ করে শশী বলেন, ওরা শুধুই কুৎসা আর অপপ্রচার করে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের উন্নয়ন করে চলেছেন সেগুলো বিরোধীরা দেখতে পাচ্ছে না। শশী কর্মীদের উদ্দেশে বলেন, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। সামনেই পঞ্চায়েত ভোট। সকলকে নিয়ে একসঙ্গে থেকে পঞ্চায়েত ভোট জিতে মুখমন্ত্রীকে উপহার দিতে হবে।
আরও পড়ুন-ক্রিসমাস কার্নিভালে মালদহে রেকর্ড ভাঙা ভিড় হবে
এছাড়াও শশী বলেন, যেসব মানুষ এখনও রাজ্যের প্রকল্পগুলোর সুবিধা পাননি, তাঁদের দুয়ারে সরকারে নিয়ে গিয়ে সেই সব সুবিধার ব্যবস্থা করে দিতে হবে। সভায় অন্য বক্তারাও কেন্দ্রের জনবিরোধী নীতি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হন।