সংবাদদাতা, শিলিগুড়ি : দুষ্কৃতীকে ধরতে গিয়ে তাদের ছোঁড়া গুলিতে আহত হলেন পুলিশের এক সাব ইনস্পেক্টর, রবীন্দ্রনাথ সরকার। অল্পের জন্য রক্ষা পেলেন প্রাণে। পুলিশের পাল্টা গুলি লেগেছে অভিযুক্ত সেই দুষ্কৃতীর গায়েও। সোমবার রাতে পুলিশ খবর পায়, দাগাপুরের এক আবাসনে গা-ঢাকা দিয়ে রয়েছে বিহারের এক কুখ্যাত দুষ্কৃতী। নাম রাজ পাণ্ডে।
আরও পড়ুন-স্বামী-স্ত্রী একে অপরকে ছুঁলেই বিদ্যুতের শক
নিজেকে সরকারি আধিকারিক পরিচয় দিয়ে সে নিয়মিত শিলিগুড়িতে যাতায়াত করত। খবর পেয়ে সোমবার রাতে তার ফ্ল্যাটে আইসি অনির্বাণ ভট্টাচার্যের নেতৃত্বে হানা দেয় প্রধাননগর থানার পুলিশ। ফ্ল্যাটের সামনে যেতেই আইসিকে লক্ষ্য করে গুলি চালায় রাজ। কোনওক্রমে এড়িয়ে যান তিনি। কিন্তু গুলি লাগে এসআই রবীন্দ্রনাথ সরকারের পায়ে। আক্রান্ত হয়ে পুলিশও পাল্টা গুলি চালায়। তাতে রাজও আহত বলে জানা গিয়েছে। রবীন্দ্রনাথকে মাটিগাড়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আহত রাজেরও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, রাজের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে।