প্রতিবেদন : ৩ বছরের শিশুকে সঙ্গে নিয়ে মা-বাবা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে গিয়েছিলেন মুম্বইয়ের চার্চগেটের একটি অভিজাত ক্লাবে। আর সকলের মতোই মেসি-এমবাপের খেলায় ডুবে যান ওই দম্পতি। সেই সময় ছয়তলার সিঁড়ির রেলিং গলে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল শিশুটির। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা গিয়েছে, এক বিজেপি নেতা ওই ক্লাবের সহসভাপতি। তাঁর উদ্যোগেই সাততলায় আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। সন্তানের মৃত্যুর ঘটনায় ক্লাবটির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে পরিবার।
আরও পড়ুন-চিনে করোনা ছড়াচ্ছে দ্রুত, রোজ আক্রান্ত ৬০ শতাংশ মানুষ
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মুম্বইয়ের চার্চগেটে একটি বিলাসবহুল ক্লাবে ঘটনাটি ঘটেছে। ক্লাবের ৪০০ সদস্যের জন্য রবিবার সাততলায় ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। রাত পৌনে ১১টা নাগাদ ছয়তলা থেকে নিচে পড়ে যায় ৩ বছরের হৃদয়াংশ রাঠোর। ক্লাবের এক নিরাপত্তারক্ষী ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে যান। ওই নিরাপত্তারক্ষীই রক্তাক্ত শিশুটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন-ট্রাম্পের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, দোষ প্রমাণে হতে পারে ৪০ বছরের কারাদণ্ড
উল্লেখ্য, রাজ পুরোহিত নামে এক বিজেপি নেতা চার্চগেটের ওই ক্লাবের সহ-সভাপতি। তাঁর উদ্যোগেই জায়ান্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ দেখানোর আয়োজন করা হয়েছিল। শিশুর মৃত্যু ঘটনায় অস্বস্তিতে ক্লাব ও ওই বিজেপি নেতা। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর ক্লাবের নিরাপত্তায় গাফিলতির প্রশ্ন তুলেছে শিশুর পরিবার। হৃদয়াংশের বাবা অবিনাশ ও অন্য আত্মীয়দের দাবি, কাচ দিয়ে ঘেরা রেলিংয়ের একটি জায়গায় ফাঁক ছিল। ওই ফাঁক গলেই শিশুটি পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ১১ বছরের এক বালকের সঙ্গে টয়লেটে গিয়েছিল শিশুটি। ফেরার সময় কোনওভাবে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন-ঝাড়গ্রামে পুলিশের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ
কপালে ও মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কীভাবে শিশুটি পড়ে গেল তা জানতে ওই বালক এবং নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।