ট্রাম্পের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, দোষ প্রমাণে হতে পারে ৪০ বছরের কারাদণ্ড

এখানেই শেষ নয়, অভিযোগ প্রমাণ হলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও আর প্রতিদ্বন্দ্বিতা করতেও পারবেন না তিনি।

Must read

প্রতিবেদন : ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেশদ্রোহিতা-সহ চারটি অভিযোগ আনার সুপারিশ করল মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটি। দেশের সাধারণ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয় সুনিশ্চিত হতেই ক্ষমতা হস্তান্তর ঠেকাতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা। রিপাবলিকান পার্টির কর্মীরা ক্যাপিটল হিলের ভেতরে ঢুকে ভাঙচুরও চালায়।

আরও পড়ুন-ঝাড়গ্রামে পুলিশের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ

অভিযোগ ওঠে, ট্রাম্প দলীয় কর্মী-সমর্থকদের থামানো তো দূরের কথা, বরং তাঁদের উসকানি দিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্তে নামে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের একটি কমিটি। ১৮ মাস তদন্তের পর ওই কমিটি তার সুপারিশে ট্রাম্পের বিরুদ্ধে দেশদ্রোহিতা-সহ মোট চারটি অভিযোগে বিচার করার কথা বলেছে। ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ যদি সত্যি বলে প্রমাণ হয়, তাহলে ৪০ বছরের জেল হতে পারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। এখানেই শেষ নয়, অভিযোগ প্রমাণ হলে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও আর প্রতিদ্বন্দ্বিতা করতেও পারবেন না তিনি। অভিযোগের মধ্যে রয়েছে দেশদ্রোহিতায় উসকানি ও সহযোগিতা, সরকারি কাজে বাধাদান, মিথ্যা বিবৃতি দেওয়া এবং মার্কিন দেশের সঙ্গে প্রতারণা করার চক্রান্ত৷

Latest article