প্রতিবেদন : রাজনৈতিক সৌজন্যের নজির রাখল তৃণমূল কংগ্রেস। সৌজন্য দেখিয়ে বুধবার কাঁথির কর্মসূচি স্থগিত রাখল তারা। বুধবার কাঁথিতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত এরই মধ্যে সভার জন্য তাঁদের প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। এই পরিস্থিতিতে তাদের বুধবারের কর্মসূচি আপাতত স্থগিত রাখার ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-বিজেপির থেকে নীতিকথা শুনব না
এ নিয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ওদের সভা আগে থেকে ঠিক করা ছিল। ওই একই দিন আমাদের দলেরও কর্মসূচি ছিল। কিন্তু রাজনৈতিক সৌজন্যবশত আমরা আমাদের সভা স্থগিত রাখলাম। কুণাল বলেন, এই পরিস্থিতিতে একই জায়গায় দু’দলের রাজনৈতিক কর্মসূচি থাকলে অস্থিরতা তৈরি হতে পারে। প্ররোচনা দিয়ে গন্ডগোল পাকানোর জন্য চেষ্টা করতে পারে বিজেপি। এসব বিষয় মাথায় রেখেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারের সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। এরপর কুণাল বলেন, আমাদের সভায় কী পরিমাণ লোক হয় সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথির সভাতেই প্রমাণ হয়ে গিয়েছে, এদিন তা আরও একবার মনে করিয়ে দেন কুণাল ঘোষ।