নয়াদিল্লি : বাংলার জঙ্গলমহলে মাওবাদী সমস্যা আর নেই। বাম জমানার নিত্য খুনোখুনির ঘটনা এখন অতীত। রাজ্যে মাওবাদী কর্মকাণ্ডের জন্য হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সংসদে স্বীকার করে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর লিখিত প্রশ্নের জবাবে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় রাজ্যে মাওবাদী হামলার সংখ্যা এখন শূন্যতে এসে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে দেশের মোট ৪৬টি জেলার ১৯১টি থানা এলাকায় মাওবাদী হামলার ঘটনা ঘটেছে। যেখানে বাংলায় মাওবাদী হামলার সংখ্যা শূন্য। অর্থাৎ বাংলায় মাওবাদীদের খুনোখুনি বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
আরও পড়ুন-দেশে এমবাপেদের বীরের সম্মান
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এরাজ্যে শুধুমাত্র ঝাড়গ্রাম জেলাটিই মাওবাদী সমস্যা মোকাবিলায় নিরাপত্তার জন্য কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত। অথচ প্রতিবেশী ঝাড়খণ্ডে মাওবাদী সমস্যা এখনও অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে মাথাব্যথার কারণ। পার্শ্ববর্তী এই রাজ্যের ১৬টি জেলা কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত। এছাড়া মাও সমস্যা রয়েছে ছত্তিশগড়ে। এই রাজ্যে মাওবাদী মোকাবিলায় নিরাপত্তা প্রকল্পের অন্তর্ভুক্ত ১৪টি জেলা। স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর থেকেই পশ্চিমবঙ্গে মাওবাদী হামলার ঘটনা কমতে শুরু করেছে ব্যাপক হারে। খুনোখুনির রাজনীতি বন্ধ করতে বিপথগামী যুবকদের আর্থ-সামাজিক পুনর্বাসন দিয়ে জীবনের মূলস্রোতে ফেরানোর কাজ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। ২০১৪ সালের পর থেকে বাংলায় কোনও মাওবাদী হামলার ঘটনা ঘটেনি বলে জানান খোদ কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন-জনজোয়ারে মেসিরা
লিখিত প্রশ্নে তৃণমূল সাংসদ রাজ্যভিত্তিক মাওবাদী হামলায় মৃত্যুর সংখ্যা জানতে চেয়েছিলেন। জবাবে নিত্যানন্দ রাই জানান,২০১২ সালের পর থেকেই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরের বছর থেকেই রাজ্যে মাওবাদী হামলায় মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে সবচেয়ে বেশি মাওবাদী হামলা হয়েছে ছত্তিশগড়ে। এই রাজ্যে শুধুমাত্র ২০২১ সালেই ২৫৫টি মাওবাদী হামলায় মৃত্যুর সংখ্যা ১০১টি। ২০২১ সালে সারা দেশে মাওবাদী হামলার সংখ্যা ৫০৯ এবং মৃত্যুর সংখ্যা ১৪৭। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ২০১০ সালে অর্থাৎ বাম জমানায় বাংলায় মাওবাদী হামলার ঘটনার সংখ্যা ৩৫০, মৃত্যুর সংখ্যা ২৫৮। তার ঠিক পরের বছর ২০১১ সালে বাম জমানাতেই বাংলায় মাওবাদী হামলার সংখ্যা ৯২ এবং মৃত্যুর সংখ্যা ৪৫। পালাবদলের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির লক্ষণীয় উন্নতি হয়। ২০১২ সালে রাজ্যে মাত্র ৬টি মাওবাদী হামলা হয়েছিল। বর্তমানে মাও হামলার ঘটনা বাংলায় শূন্য।