দেশে ফিরেও এমবাপেকে অসম্মান মার্টিনেজের

Must read

বুয়েনোস আইরেস: পাগলাটে চরিত্রের জন্য সুখ্যাতি-কুখ্যাতি দু’টিই আছে এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez- Kylian Mbappe) ওরফে এমির। সুযোগ পেলেই প্রতিপক্ষকে খোঁচা দিতে ছাড়েন না আর্জেন্টিনার এই গোলকিপার। ফাইনালে এমির বিশ্বস্ত হাতই লিওনেল মেসির হাতে বিশ্বকাপ তুলে দিতে সাহায্য করেছে। কাতারে সেরা গোলকিপারের গোল্ডেন গ্লাভসও জিতেছেন মার্টিনেজ। কিন্তু বিশ্বকাপ জয়ের পরই ফাইনালে হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জেতা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের (Emiliano Martínez- Kylian Mbappe) প্রতি অসম্মান প্রদর্শন করেন আর্জেন্টিনার গোলকিপার। গোল্ডেন গ্লাভস নিয়ে ফরাসি তারকার প্রতি অশালীন ইঙ্গিত করে সমালোচিত হন মার্টিনেজ। এর পর ড্রেসিংরুমে কাপ জয়ের সেলিব্রেশন থামিয়ে সতীর্থদের নিয়ে এমবাপের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনও করেন। মার্টিনেজের এই অশালীন আচরণকে ধিক্কার জানান অনেকেই।
কিন্তু বিশ্বকাপ জয়ের উৎসবের মধ্যে নিজের মেজাজেই রয়েছেন কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেরা গোলকিপার (Goalkeeper)। ট্রফি নিয়ে দেশে ফেরার পরেও এমবাপেকে ছাড়েননি মার্টিনেজ। সেখানে কাপ জয়ের সেলিব্রেশনে ফাইনালের হ্যাটট্রিক হিরোকে অসম্মান করেছেন অ্যাস্টন ভিলার গোলকিপার। মঙ্গলবার ছিল এমবাপের ২৪তম জন্মদিন। ফরাসি তারকাকে নিয়ে মজা করতে হুড খোলা বাসে একটি পুতুল হাতে নিয়ে দাঁড়ান মার্টিনেজ। সেই পুতুলের মুখটা ছিল এমবাপের। অর্থাৎ পুতুলের মুখে বসানো হয় এমবাপের মুখের ছবি। ‘পুতুল এমবাপে’-কে নিয়ে বুয়েনোস আইরেস শহরে মেসিদের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করেন মার্টিনেজ। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরও পড়ুন-আবেগের বিস্ফোরণে বাতিল উৎসব, হেলিকপ্টারে উদ্ধার মেসিদের

Latest article